রাজেশ চট্টোপাধ্যায়
অভিশাপ-১
গা-ধুলো ঝেড়ে নিজেকে চেনা
গুমত কোনো লগ্নে --- স্বপ্নভঙ্গ।
আদিম পাপ এখন আমার উঠোনে. . .
#
রামধনুর সাত শুকিয়ে এক সাদা
শরীরে শরীরে উত্তাপ --- বিনিময়।
মনে শ্যাওলা, পিছলে পড়া ভালবাসা. . .
অন্তঃদ্বন্দ্ব-১
হতাশ চোখ
নিয়ন্ত্রনে সন্ধান
ভিড়ে ভরাট চলার পথ
ক্লান্তিহীন দুঃখ
তবু নিটোল হাসি
ভালোলাগার রদবদল ।
অন্তঃদ্বন্দ্ব-২
পরিধি অসীম
সীমিত শুধু আকাশটা
অসামান্য ক্লান্তি-শোক
স্বপ্ন ভেঙ্গে আবার গড়া
হলুদ বিকেলে
ঘামে ভেজা বিরক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন