সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - স্নেহাশিস কোঙার



একাই বলব 
স্নেহাশিস কোঙার

আমি শুধু টিকে থাকতে চাই, কিছু কথা নিয়ে
বিরক্ত কোরো না,পারো না তুমি,আসে না তোমার
নিজস্ব জানায় তুমি আজও অনড়,দিইনি দোষ
আমি যা, তা বোঝাবার মতো, ধৈর্য্যও হয়তো
ছিল না আমারস্বতঃসিদ্ধ ছিল বুঝবে আমায়
শুরু হবে নিশ্চিত আদান-প্রদানদুজনেই প্রথমে
ক্রমশ বহুজনে

এইসব বোঝাপড়া,যা ছিল রেওয়াজ সব,কবে যে
বাতিল হল!পাল্টালো সময় সাথে,পারস্পরিক বিশ্বাস
সেই থেকে ঘুরপাক খাই যে যার স্বনির্মিতিতে
ক্লান্ত,তবু তোমায় না পেলেও, কিছু কথা এখন থেকে
একাই বলবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন