মানবী প্রেম
মৌমিতা
চন্দ্র
রোজ যেভাবে
বলি, সেভাবেই থেকে যাস ,
আমিও সমর্পন
সয়ে সয়ে রানী ভাবি নিজেকে
কী আছে
টমটম...
জানিস না, এত নিবেদনে দেবতা গ্রাস করে ?
যতবার সমর্পিত –
ততবারই
ছাদভর্তি আলো পড়শীর খোঁজ পায়,
ডুবন্ত
পায়রার চোখে টুপটাপ তারা খসে পড়ে
আমাকে দেখ...
গোটা একটা
স্কুলের বইখাতা বন্দক রেখেও –
শারদীয়া
মাখি রোজ
চারটে পেরোলেই
দিদিমনির খোলস ছাড়ি,
কখনও তো
ইচ্ছে করে মানবী হতে...
পেড়িয়ে
আয় টমটম...
ঘোড়দৌড়ের
মাঠ ছেড়ে ঘাসে পা ভেজা, বিশ্বজয়ী
সমুদ্রগুপ্তের
মুকুট ছোঁয়া তরবারি –
হাওয়া কেটে
শিকেয় তুলে রাখ সব আর্তি
যে জোরের
কাছে ভালোবাসা হার মানে –
ওই জীবনটুকুই
সঁপে দে আমায় ।
মানবী হয়ে
উঠি
চিরতরে ।
খুব সুন্দর সহজ লেখা- আমার এ ধরনের ভালো লাগে - যদিও আজকাল খুব কম দেখি এমন সহজ ভাব- কবিকে অনেক অনেক শুভেচ্ছা
উত্তরমুছুন