সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - অরুণাচল দত্তচৌধুরী



পাললিক
অরুণাচল দত্তচৌধুরী

খনিজ জীবন থেকে উঠে আসে অপচয়স্মৃতি
জমাট অন্ধকার, জীবাশ্ম জমে জমেস্তুপ
আঁধারমানিক কেউ সে'রকম দেয় না বিবৃতি
যে'টুকু যা চাঁদ ছিল, আলো মুছে ডুবে গেছে চুপ

সময় বুদ্বুদেরা চিনছে না একে অন্যকে
শেওলার পিচ্ছিলতা ঢেকে দিল সব পরিচয়
ভুলে গেছি একদিন আলো ছিল অন্ধদের চোখে
পাললিক শিলাজন্ম ভুলে গেছে সমূহ প্রণয়

কী যেন কী সব কথা দেওয়া ছিল রাখা হয়নি যা
এখুনি আসছি বলে কাকে যেন পথপাশে রেখে
আবেগ নিপুণ হাতে তারপর নিজের কলিজা
উপড়েছিতা জেনেও ভালোবেসে গিয়েছিল কে কে

খনিমুখে দেখা হলে তারই কিছু মনে পড়ে ক্ষীণ
গভীরে অনেক নীচে শুয়ে আছে আবাদজমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন