জরায়ুজ 
তানিয়া চক্রবর্তী
তানিয়া চক্রবর্তী
কেউ বলেছে 
তোর বাড়ি যাব সকাল-বিকাল বোমা দেব 
মেয়ে তুই তোর
যাবতীয় না দিয়ে আমায় পালিয়ে গেলি!
এখন সকাল রোদ্দুরেরা আমায় দেখে
ইটের মতো শব্দ ছোঁড়ে 
ভাষার মধ্যে বাগিচা দিয়ে
        জরাউজ প্রাণকে দেখায় 
হাতের মধ্যে আয়ুর সীমা 
             গ্রাসকালীন শান্তি মাপে 
কেউ বলেছে
পায়ের মধ্যে মাথা রেখেছি
দেবী করেই শরীর ছোঁবো
আমার যদি না হও তবে
পিঠের মধ্যে অস্ত্র দেব
জরাউজ---জরায়ুজ 
এখন আমার ভাঙা শহর কালির দিন,
                গরাদ খাই---
ইটের মধ্যে ঊরু ফাঁক… 
কেউ বলেছে 
তুই না হলে তোর সময় নেব
হারিয়ে দেব--- পালিয়ে যা
শাখাপ্রশাখা নেই তো আমার
প্রধান মূলেই রক্তত্বরণ--- পালিয়ে যা 
জরায়ুজ--- জরায়ুজ 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন