কুমারী পদ্য
বারীন ঘোষাল
কুমারী পদ্য থেকেই একদিন ছায়া তুলে বেরিয়ে এল পদ্ম
তাকে আমরা কমল বললাম
অক্ষর রক্ষা করে তাকে
তাকে আমরা কমল বললাম
অক্ষর রক্ষা করে তাকে
খেলতে খেলতে কলম করে
বাঁশিটাকে উল্টো করে বাজায়
কাম খোলা ধেনুরা মেঘ চড়ায় পৃথিবীর কাশে
#
বাঁশিটাকে উল্টো করে বাজায়
কাম খোলা ধেনুরা মেঘ চড়ায় পৃথিবীর কাশে
#
পদ্যের কুমারী থাকা কত স্কুলপাঠ্য কঠিন
তাকে আর মেঘদূত পড়াতে হল না
রিংটোন কার্সার ডিস্কো নিয়ে পল্লীর বাইরে যায় সে
তার খালি জায়গাটায় বাতাস ভরে হু-হু করে
রিংটোন কার্সার ডিস্কো নিয়ে পল্লীর বাইরে যায় সে
তার খালি জায়গাটায় বাতাস ভরে হু-হু করে
যেমন রেলগাড়ি শব্দটাই চলতো কু-ক’রে
চূড়োয় বিজন
চূড়োয় বিজন
বিজনে
টোস্ট
টোস্টের গ্লাস তোলা ফোলা
গেলাসে ধরে না এত
বন্যার জল উল্টে আকাশে বৃষ্টি ওঠে খুব
বন্যার জল উল্টে আকাশে বৃষ্টি ওঠে খুব
খুবই ভালো লাগল এইরকম
উত্তরমুছুনঅন্য অনন্য লেখা
খুবই ভালো লাগল এইরকম
উত্তরমুছুনঅন্য অনন্য লেখা
খুবই ভালো লাগল এইরকম
উত্তরমুছুনঅন্য অনন্য লেখা
খুবই ভালো লাগল এইরকম
উত্তরমুছুনঅন্য অনন্য লেখা
এই মৌলিকতা মৌলক শব্দবন্ধগুলোর জন্যেই বাংলা কবিতা বারীনদাকে দরকার করবে আরও বহু বছর
উত্তরমুছুন