শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

ছড়া - শঙ্কর দেবনাথ


ডাকাডাকি

শঙ্কর দেবনাথ


আকাশেতে মেঘ ডাকে - 
বিদ্যুৎ হাসে,
বর্যায় বান ডাকে - 
জলে সব ভাসে

পশু ডাকে - পাখি ডাকে - 
ডাকে আসে চিঠি,
খোকা ডাকে চাঁদে- চাঁদ 
হাসে মিটিমিটি

নিলামের ডাক দিতে 
হাঁকডাক করে,
পিছু ডাক শুনে কেউ 
কেঊ ফেরে ঘরে

নিশিডাক শুনে রাতে
পথে হলে বের,
মন ডেকে বলে- ভয় 
আছে বিপদের

খিদে পেলে পেট ডাকে - 
ঘুমে নাক ডাকে,
মরণের ডাক এলে 
সবই পড়ে থাকে

ডাকাডাকি দেখে শুনে
মুখে মেখে মউ,
এত ডাকি তবু কথা
কয় না তো বউ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন