পরিসংখ্যান
অলোকেশ দত্তরায়
শেষ পর্যন্ত কতজন মৃত কেউ হিসেব রাখেনি !
১০০০ ৫০০০ ১০,০০০
শূন্য অঙ্ক কোনও মূল্যেই পাওয়া সম্ভব নয় ।
স্তালিনের উবাচ ছিল -
“একজন মানুষের মৃত্যু ট্র্যাজেডি কিন্তু
একশোকোটি মানুষের মৃত্যু শুধুই একটা পরিসংখ্যান"
যে দেশের লোকসংখ্যাই একশোকোটি
সেখানে মৃত্যুর হিসেবে কিছু পরিমাণ শূন্যতা তো
থাকবেই ।
তাছাড়া মৃত্যু সম্পর্কীয় কিছু স্ট্যাটিস্টিকাল
ডেটা এনালিসিসেরও প্রয়োজন-
এই যেমন :-
প্রথমত মৃত্যুর
তাৎপর্য কি সেটা জানতে হবে [রাজনৈতিক ব্যখ্যান]
দ্বিতীয়ত মৃত্যুর
জন্য কারা দায়ী সেটা চিনতে হবে [ব্যক্তিগত উপাখ্যান ]
তৃতীয়ত মৃত্যুর
পরবর্তী অধ্যায় কোনটা সেটা পড়তে হবে
[সমষ্টিগত পরিসংখ্যান]
এবং
শেষ পর্যন্ত মৃত্যু
ট্র্যাজেডি না কমেডি অফ এররস সেটা বলতে হবে [প্রশ্নবোধক আখ্যান]
যাই হোক মৃত্যু নিয়ে কচকচি তো
অনেক হল
বরং বাংলা কবিতার
সংখ্যা নিয়ে কথা হোক এবার -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন