কবিতা
সুমিত রঞ্জন দাস
রতিকান্ত
রতিকান্ত মাটির মানুষ, মাটি বোনে, খায় দায়
আর গোলঘরে দাগ কেটে রাখে।
গোলাঘরের চার সীমানায় বেড়ে ওঠে গাছ-পাতা-ফুল-ফল
পায়ে পায়ে এগিয়ে যায়
আলোর দিকে।
পাখি আসে, ফুলের চারিদিকে ঘুরে ঘুরে
গুণগান করে যৌবনের।
খুশি হয়ে ফুল উপহার দেয় মধু
পাখিদের মধু পানের পর নিঃস্ব ফুল একসময় ধূসর হয়ে গেলে
মনমরা পাখিরা ফিরে যায় বাড়ি।
রতিকান্ত খুশি মনে বীজ সংগ্রহ করে;
কোনও এক রোদসকালে সেই বীজ থেকে
মাথা তোলে আরও একটা সবুজ আশা।
তাকে আড়াল করে রাখে রতিকান্ত
আলোর থেকে পাখিদের থেকে।
মনে মনে হিসাব কষে, আবারও দাগ কাটে
গোলঘরের দেওয়ালে।
এসবের বাইরে
রতিকান্তের অনুমতি ছাড়াই কেবল ক্যালেন্ডারের তারিখ বদলে যায়।
বাহ!
উত্তরমুছুন