সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ছোটগল্প - সেলিম মণ্ডল


ছোটগল্প 

সেলিম মণ্ডল


সব রাতের আকাশে চাঁদ ওঠে না

সব রাতের আকাশে চাঁদ ওঠে না। যে রাতে চাঁদ ওঠে না, সেই রাতে মোহন চিঠি লিখত। চিঠি লিখত আকাশে। আকাশের কোন ঠিকানায় পাঠাতো তা একমাত্র মোহন জানতো। আকাশের কি পিনকোড আছে? কীভাবে পৌঁছোতো চিঠি? মোহন জানতো না। একদিন মোহনের চিঠিগুলো পাওয়া গেল— বাড়ির পুরোনো অব্যবহৃত একটি কালোবাক্সে। সাতটি চিঠি পড়ার মতো রয়েছে। বাকিগুলো নষ্ট। মোহন-ই নষ্ট করেছে। কোনোভাবে পড়া যাচ্ছে না। কালো স্কেচপেন দিয়ে ঘষে ঘষে কেটে দিয়েছে। চিঠিগুলো অমাবস্যার রাতে সে লিখত, তার চিঠিগুলো পড়ে সেটা জানা যায়। ওই সাতটি চিঠি আপনাদের পড়ে শোনাবে সাগরিকা। মোহনের পাড়াতুতো বান্ধবী। সে মোহনকে মনেপ্রাণে চাইত৷ মোহন তার প্রেমে সাড়া দিত না। সাগরিকা সুন্দরী। ভালো নাচ করে। গান করে। ফরসা ধবধবে নাকের নীচে কালো তিল তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কোনো ছেলে সহজে চোখ ফেরাতে পারে না। কিন্তু মোহনের কোনো আগ্রহ নেই... মোহন মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করতো সাগরিকাকে সে বান্ধবীর বেশি কিছু ভাবতো না। মোহনের বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। আজ অনেকদিন পর সাগরিকা এল। প্রায় তিন মাস পর। সে প্রথম চিঠিটা খুলে পড়তে শুরু করল—

 

প্রিয় এস,

      আজ আকাশে চাঁদ ওঠেনি। দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে দেখলাম, কয়েকটা তারা খসে পড়ল। তারাখসা দেখলে, আমার খুব ভয় করে। তুমিও যদি কখনো খসে পড়ো! রাতের আকাশের দিকে না-তাকালে আমার স্বস্তি হয় না। কিন্তু এই তারাখসা আরও অস্বস্তিতে ফেলে। কী করব বলো? আকাশের কাছে আমার ঋণের শেষ নেই। আমার মনখারাপগুলো কি সে নগদে নেবে?

                                                                                                                                                ইতি

তোমার মোহন

 

চিঠিটা পড়ে সাগরিকার ভীষণ কষ্ট পেল। এই চিঠি যদি সে আগে পড়ত, আকাশের পিনকোডে বাড়ি বানিয়ে নিত। মোহনের চিঠি একদিন না একদিন উড়ে আসত তার বাড়ি। সে উত্তর দিত। মোহন কি পড়তো না? না পড়লেও সে নিয়মিত চিঠি দিত। তার কোনো খামতি রাখতো না। মাঝেমাঝে সাগরিকার মনখারাপ হতো, এতো ছেলে তার পিছন পিছন ঘোরে! মোহন কেন তাকে চাইতো না? সাগরিকা বিশ্বাস করতো, একদিন না একদিন মোহন ঠিক তার কাছে আসবে। মোহন আজ আকাশের তারা। আকাশে এত তারা সাগরিকা কীভাবে মোহনকে খুঁজে নেবে? জিজ্ঞাসা করবে, তার গলার দাগ মিলিয়ে গেছে কিনা। সে কি এখন ঢোক গিলতে পারছে?

 

সাগরিকা দ্বিতীয় চিঠিটা খুলল—

 

প্রিয় এস,      

আমার শরীরে কি ফুল ফুটবে না? বলে, পাঁকে পদ্ম ফোটে। আমার শরীর কি তার চেয়েও জঘন্য? পদ্ম না-ফুটুক, দুটো ঘাসফুল ফুটুক। বুটের দাগ পড়ুক। তবুও তো ফুটুক। এই মরুর মাঝে তপ্তবালুকা নিয়ে ছুটি। একা একা ছুটি। তোমার জন্য ছুটি। রাতের কাছে কান্না করি। রাত আমাকে মরতে দেয় না। তারারা হাসে। একমাত্র চাঁদ সান্ত্বনা দেয়— মোহন, তোর বুকে ফসল ফলবে। তুই হাহাকারে জল দে। এই আশাতেই আমি চেয়ে থাকি প্রিয় ‘এস’।

                                                                                                                                           ইতি

তোমার মোহন

 

দ্বিতীয় চিঠিটা পড়ে সাগরিকার মন খারাপ দ্বিগুন হল। মোহনের কীসের এত কষ্ট। কেই-বা এই ‘এস’? তৃতীয় চিঠিটা সে আর পড়তে পারল না। চোখের কোনায় জল চিকচিক করছে। বাইরে কার যেন পায়ের আওয়াজ পেল সাগরিকা। ঘর থেকে বেরোতে দেখে, মোহনের মা।

—সাগরিকা, তুই কখন এলি?

—কিছুক্ষণ আগে কাকিমা। মোহনের ঘরে বসেছিলাম।

— ওই ঘরটাতে আমরা আর কেউ ঢুকি না। মোহনের কোনো জিনিসেই হাত দিই না। কাজের মেয়েটা খালি দিনে দু-বার ঢুকে ঝাঁট দেয়।

 

কথাটা বলতে না বলতে হাউমাউ করে কেঁদে ফেলল মোহনের মা। সাগরিকা তিনমাস পর মোহনদের বাড়ি এল। বাড়িটা খাঁ খাঁ করে। সাগরিকা তার মনখারাপটা বুঝতে দেয়নি। চিঠিগুলোর কথা তাঁদের বাড়ির কেউ জানত না।

 

এরমধ্যে চলে এসেছে মোহনের বাবা। তাদের কান্নাকাটি দেখে বুকে পাথর রেখে বলল, কান্নাকাটি করে কী হবে। যে গেছে সে তো আর ফিরবে না। ব্যাগে মাংস আছে। রান্না চাপাও। সাগরিকা আজ খেয়ে যাবে। কারও গলা দিয়ে হয়ত মাংস নামবে না। রান্না হবে একটা অভ্যাসে। এই অভ্যাস আর নতুন কী? দুঃখ ভোলাও একটা অভ্যাস হয়ে যাবে।

 

কারো গলা দিয়ে ভাত নামবে না। মোহনের বাবা-মা দু-গাল দেওয়ার চেষ্টা করবে ঠিকই, কিন্তু অতিথির আসনে বসে সাগরিকা কীভাবে পারবে! সাগরিকা পারল না। চিঠিগুলো একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে ছুটে পালিয়ে গেল।

 

সাগরিকার মাথার মধ্যে ওই চিঠিগুলো সবসময় ঘুরতে থাকে। কে ওই ‘এস’? মোহন কেন আত্মহত্যা করল? চিঠিগুলো লিখে কেন-ই বা সে দেয়নি। অজস্র চিঠি কাটাকুটি করে ছিঁড়ে রেখেছে কিছুই ওর মাথায় ঢোকে না। আরও পাঁচটি চিঠি আছে। সবগুলো চিঠি পড়ে নিশ্চয় কোনো রহস্য উদঘাটন হবে। মোহনদের বাড়ি গিয়ে ওভাবে চিঠি পড়া খুব রিস্ক হয়ে যাবে। কোনোভাবে নিজের বাড়িতে আনতে হবে। মোহন আত্মহত্যা করেছে ডিপ্রেশন থেকে। কী ডিপ্রেশন কেউ জানে না। মাঝেমাঝে মনখারাপ করে বসে থাকত। মা জিজ্ঞাসা করলে শুধু বলত, মা আজও আকাশে চাঁদ ওঠেনি। চাঁদ উঠলে বলত— মা, মেঘে কি আকাশটা ঢেকে যাবে?

 

একদিন সবগুলো চিঠি নিয়ে সাগরিকা চলে আসে। রাতে খাওয়া-দাওয়ার পর চিঠিগুলো নিয়ে বসে। সেদিনও রাতের আকাশে চাঁদ নেই। তারা নেই। সাগরিকা তৃতীয় চিঠিটা খোলে—

 

প্রিয় এস,      

আজ কি আকাশটা পুড়ে গেছে? এত অন্ধকার! চাঁদ দেখতে ইচ্ছে করে। আমার শরীরে কি কোনোদিন চাঁদ উঠবে না? তুমিও চাঁদের জন্য হাহাকার করো। আমাদের মিলনবেলায় গোধূলিতে কে আঁকবে? সব রংতুলি নিয়ে পালিয়েছে ঈশ্বর। নিষ্ঠুর ঈশ্বর। সে মূর্তি হয়ে আমার মূর্তিতে অবিবেচক! আমাকে সময় দাও। আমিও মূর্তি হয়ে উঠব। তুমি হবে একমাত্র দর্শনার্থী। পুজো দেবে। শুধু তুমি

                                                                                                                                           ইতি

তোমার মোহন

 

মোহনের চিঠির ভাষা পুরোটা সাগরিকার কাছে পরিষ্কার হয় না। তবে অস্থিরতা কাজ করে। একটানা চিঠি পড়তে পারে না। এই চিঠিগুলো সাগরিকাকে দ্রুত পড়ে ফেলতে হবে। যত কষ্টই হোক। কে এই ‘এস’? এই চিঠির সঙ্গে তার মৃত্যুর একটা যোগ আছে। সাগরিকা পরের চিঠিটা পড়তে শুরু করে—

 

প্রিয় এস,

      দূরে কেউ বেহালা বাজাচ্ছে। এই অন্ধকারে আমি যে পুড়ছি সম্রাট নীরোর মতো সেও কি খোঁজ রাখেনি পাশে কোথাও পুড়ছে। তুমি কি টের পাচ্ছ? এত দাউ দাউ আগুন! সুরকে ছাড়িয়ে যাচ্ছে ধোঁয়া। চারিধার সাদা। বিধবার শাড়ির মতো ঢেকে দিয়েছে। আমাকে বলছে, পরে নাও। পরে নাও। মুক্তি পাবে। ওই বেহালার সুর তোমাকে আশ্বস্ত করবে না

                                                                                                                                                               ইতি                                                                                                                                                           মোহন

 

 

সাদা শাড়ির ব্যাপারটা সাগরিকাকে পুরো ঘেঁটে দিল। সে বারান্দায় বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ভাবতে লাগল। মোহন সাদা শাড়ি পরলে কেন মুক্তি পাবে? কিছুতেই কিছু বুঝতে পারে না। সব যেন ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। অন্ধকার আকাশে সাগরিকা একটানা তাকিয়েই আছে। অনেকটা রাত হয়েছে। এইসময় সচরাচর রাস্তায় কাউকে দেখা যায় না। দু-জনের চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছে। কথা শুনে মনে হল, দু-জনেই ছেলে। এই রাতে কেন তারা চিৎকার করছে বোঝা গেল না। শুধু একটি শব্দ শোনা গেল ‘তোমাকে চাঁদের মতো ভালোবাসি’। কিছুক্ষণের মধ্যে তারা এগিয়ে গেল। বলা যায়, মিলিয়ে গেল বা অন্ধকার গিলে নিল। কিন্তু, সাগরিকা কোথাও যেন একটা আলো দেখল। সে তৎক্ষণাৎ ঘরে ঢুকে পঞ্চম চিঠিটা খুলল—

 

প্রিয় এস,

      প্রথমে বুকটা দুরুদুরু করলেও এখন আর ভয় করে না। কারণ, তুমি আছ। তুমি থাকবে তো এভাবেই? আমার বুকে ফসল ফলবে। যে ফসলভরা মাঠ তুমি চেয়েছ তেমন। কোনো ভাগচাষি থাকবে না। এই মাঠ তোমার। তুমি খেলবে। তুমি জিরোবে। তুমি রোপন করবে। এই মাঠের প্রাক্‌প্রস্তুতি শুরু করেছি।  

                                                                                                                                                               ইতি                                                                                                                                                              মোহন

 

সাগরিকার কাছে বিষয়টা ক্রমশ পরিষ্কার হয়ে আসলেও জট খুলছে না। কে এই ‘এস’। পরের চিঠিতে কি আছে তার সম্পূর্ণ নাম বা পরিচয়? সে পরের চিঠিটা পড়া শুরু করে—

 

প্রিয় এস,

      আজ আকাশে চাঁদ আছে। আজ চারিদিকে আলো আর আলো। এই আলো আমি যতটা উপভোগ করছি, অন্য কেউ করবে না। আজ কোনো তারাই খসে পড়বে না। আমি একটা লাল টুকটুকে বেনারসি কিনেছি। পরে জোছনার নীচে দাঁড়িয়ে আছি। চাঁদ আমাকে আদর করছে। তারারা সেই আনন্দে আরো বেশি জ্বলে উঠছে। এই রাতে তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমার চিঠি কি তুমি পাও? আমাদের কি কোনোদিন দেখা হবে না? প্রথম যেদিন স্বপ্নে এসেছিলে, আমাকে হাত ধরে নদীর ধারে নিয়ে গিয়েছিলে। বলেছিলে, নদীর মতো জীবনকে বইতে দাও। সব বাধা অতিক্রম করতে হবে। এই কচুরিপানায় আটকে গেলে নিজের জলে নিজে ডুববে। পাড় ভেঙে যাবে। কেউ কারো না। তুমি যা তাই ধারণ কোরো। শরীরকে মনের রূপ দাও। মন একটা আস্ত পৃথিবী। মনকে তালা দিয়ে বাঁচা যায় না। সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে চেয়েছি। তুমি আর আসোনি। কিন্তু আমার ভিতরের বাঁধ ভেঙে দিয়েছ। আমি বাঁধ ভাঙা এক নদী, তা বাবা-মা-বন্ধু-বান্ধবী কাউকে টের পেতে দিইনি। শুধু তোমার কাছে উন্মুক্ত হয়েছি।

                                                                                                                                                              ইতি                                                                                                                                                              মোহন

 

 

 

বিষয়টা সাগরিকার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে এলেও ‘এস’ ব্যাপারটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। আর তার আত্মহত্যার কারণ। সাগরিকা ঘামছে। আর একটিই চিঠি পড়ে আছে। কী আছে তাতে? তার বন্ধু, মনেরমানুষ মোহনের মৃত্যুরহস্য কি উন্মোচিত হবে? না, মোহনকে পাওয়ার তার অপেক্ষা এই চিঠি জিরিয়ে রাখবে। সাগরিকা একবার চিঠি হাতে নেয়। একবার টেবিলে রাখে। হঠাৎ, কারেন্ট চলে যায়। বাইরে শোনা যায়, কিছু পড়ার শব্দ। জানালা খুলতে দেখে ঝড় উঠেছে। মোবাইলের লাইটটা জ্বালিয়ে শেষ চিঠিটা পড়তে শুরু করলো সে—

 

প্রিয় এস,

     এবার থেকে আমি মোহনা নামেই তোমায় চিঠি লিখব। কিছুদিনের মধ্যে মোহনের শরীরে মোহনার আকার আসবে। সেদিন কি তোমার দেখা পাব? যদি তার আগেই আমার কিছু হয়ে যায় শরীর রূপান্তরের এই প্রক্রিয়া তো সহজ নয় এমনও তো হতে পারে এটাই শেষ চিঠি। লেখা শেষ হলে আবার সেই আকাশের ঠিকানায় পাঠিয়ে দেব। এতদিন যাবৎ সব চিঠিতে তোমায় ‘এস’ বলে উল্লেখ করেছি। তুমি তোমার নাম বলোনি। কিন্তু এই ‘এস’ কেন জানো? ‘এস’ ফর ‘শক্তি’। আসলে তুমি আমার শক্তি। একুশটা বছর আমি এই শক্তি পাইনি। কুঁকড়ে থাকতাম। সকলের থেকে দূরে থাকতাম। আমার ভিতরটাকে কাউকে বুঝতে দিতাম না। শোনো শক্তি, চিঠিগুলো সব যত্নে রেখো। আর যদি কখনো চিঠি পাঠাতে না-পারি মনখারাপ কোরো না।

 

                                                                                                                                                                   ইতি                                                                                                                                                                              মোহনা     

 

‘এস’-এর ব্যাপারটা ক্লিয়ার হলেও মোহনের মৃত্যুর ব্যাপারটা এখনো স্পষ্ট হল না। সাগরিকার কাছে আর কোনো চিঠি পড়ে নেই। এই রহস্য কি উন্মোচন হবে না? মোহন নিজের মতোই যখন বাঁচতে চাইছিল তাহলে আত্মহত্যা কেন করল? সে অনেকটা পথ অতিক্রম করে আলো খুঁজে নিয়েছিল সাগরিকা আবার মোহনের বাড়িতে যায়। সারা ঘর খুঁজতে থাকে। তার নতুন একটি ডায়েরির ভিতর থেকে কয়েক টুকরো কাগজ ছাড়া কিছুই পায় না। ডায়েরিটাতে সে কখনো কিচ্ছু লেখেনি। প্রথম পাতায় গোলাপি কালিতে লিখে রেখেছে ‘এস’। সাগরিকা খেয়াল করে দেখে, প্রতিটা টুকরোতে একটি করে শব্দ লেখা। এটিই হয়ত তার শেষ চিঠির প্রস্তুতি ছিল। হয়ত-বা জীবনেরও  সেগুলো জোড়া দিয়ে দেখা যায় তাতে লেখা আছে— ‘খালি পায়ে বেশিদূর এগোনো যায় না’

৪টি মন্তব্য:

  1. একটি সম্পূর্ণ ভিন্নস্বাদের অন্য আঙ্গিকের গল্প পড়লাম। মোহিত হলাম বর্ণনার কল্পপাকে।😊

    উত্তরমুছুন
  2. ভিন্ন স্বাদের গল্প। ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. গল্প ভাবনায় এক কাব্যিক সুষমা সব সময় আবিষ্ট করে রাখে। একটা নৈঃশাব্দ্যিক বোধের তীব্র মোচড় অনুভব করি। মোহনের মোহনায় রূপান্তর এবং এস এর শক্তিতে রূপান্তর প্রেমেরই এক মহিমায় জাগ্রত। প্রচলিত গল্পের ছককে অস্বীকার করেই আত্মক্ষরণের নির্বেদ অভীক্ষায় পাঠককে ভাষাহীন করে দেয়।

    উত্তরমুছুন
  4. একটি আশ্চর্য ও ভাল গল্পের সামনে দাঁড়ালাম। লেখককে ধন্যবাদ। আরও পড়ার ইচ্ছে রইল।

    উত্তরমুছুন