কবন্ধ প্রেমিক
মঞ্চ আলো করে বসে আছে সব
জিব নেই ঠোঁট কাটা তাও যথার্থ
কবিতার প্রেমিক প্রবর !
আর অই দিকে কবিতার রহস্যময়
জটাজাল ফেলে অতি প্রতারক পুষে
রাখে তারা নগদ পয়সা ডেলে ।
কবিতার এমন সব বর্নীল আসরে
লাল নীল বসনার যতো রমণীরে
বসিয়ে রাখে কিছু নিজস্ব কৌশলে
আর মূহুর মূহুর হাত তালি দেব যায়া
তৈরী করে রাখা আছে সাড়া পাড়া
আমিও বালক কতো দিন যথামৃত মনে
কবন্ধরে দিয়েছি ফুল কিছু অমৃত জেনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন