শুক্রবার, ২ মার্চ, ২০১২

সুমি সিকন্দর

শাড়ি


তোমার অনুরোধে একটা সাদা রঙ শাড়ী পড়ে এসেছি
সাদায় তুমি ইচ্ছেমত নীলাভ্র নেশা দিলে
পাড়ের দিকে সবুজ ঘাসের মাথায় শিশিরকণা দিলে
মেঘগুলোকে বেশ করে ধমকে ছাই রঙ দিলে
মেঘের কান্না পেলে, তার জলগুলো কে নিজেই চোখ মুছিয়ে জল রঙ বুলালে
শাড়ীর হুলুস্থুল কুচিগুলো সামলাতে গিয়ে,
আচ্ছা রকম নাকানি চুবানি খেয়ে পথ ভুল করে রানীরং ঢেলে দিলে
গোলাপী গোলাপ আঁকতে গিয়ে রঙ খুঁজে না পেয়ে ঠোঁট থেকে খানিক টা গোলাপী ধার নিলে
কমলা সূর্যটাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে...
চাঁদ কে খবর দিলে জোছনা কে সাথে আনতে
রূপালী জোছনার কাটাকুটি শেষ হলে তুলিটাকে ডুবিয়ে দিলে গাঢ লালে
লাল ছড়ালো আগোছাল জমিনে.....এলোমেলো বুননে
আঁচলে জরি রঙ হাজার বুটি গুনতে গুনতে.....রাত ঢুলছে
রাত পালাবার ঠিক আগ মুহুর্তে...... আঁকা শেষে
আলগোছে শাড়িটা খুলে রাখলে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন