শুক্রবার, ২ মার্চ, ২০১২

অশোক দেব

উপসর্গ
 
শুনেছি জ্যোৎস্নারাতে
একটি গোপন নৌকো ঘাটে ঘাটে ঘোরে
 
বহুকাল এই গ্রামে থেকে আমি দেখিনি
শুধু শুধু নদীর নামে রটিয়েছি অপবাদ
 
আজ মনে হয় সব ঘাটেই রাতে রাতে
মিশে যায় জল
নদী আর নৌকোতে চলে অভিমান
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন