কথা যখন ফুরিয়ে যায়
কথা যখন ফুরিয়ে যায়
যখন মনে পড়ে না কিছু
তখন আকাশ দেখি আর
গাছেদের নীরবতার কথা ভেবে
নিজেকে আশ্বস্ত করি
মনে মনে বলি
মানুষের কাঙালপনা দেখার চেয়ে
গাছই ভালো , দাঁড়িয়ে দাঁড়িয়ে
আকাশের দিকে হাত বাড়ানো যায়
মেঘেদের সাথে কথা বলা যায় যত খুশি
এ সব করেই ভালো থাকি এখন
এ সব ভাবতে ভাবতেই আরও হাজার বছর
ভালো থাকতে চাই , আরও আরও
নৈশব্দের ভেতর ডুবে থেকে ছুঁতে চাই
জীবনের ফুল ফুল সবুজ বিষাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন