শুক্রবার, ২ মার্চ, ২০১২

পার্থ প্রতিম রায়

বিষাদ বিষয়ক কবিতায় বেশি !
 
মেদহীন গুমঘরে এ জীবন কেটে যাচ্ছে বেশ  
বোতলের ভিতর ঘুর্নিজলটার বহিরঙ্গ -সম্পৃক্ত হয়ে
আলোর আশ্চর্য ক্যানভাসে হুল্লোড়
বেঁচে আছি অলৌকিকতার বিষাদকুয়াশার
দিনরাত্রি পেরিয়ে ,কান্নারচিত শরীরের পাক...
সমকামী বিষাদ ইদানীং ফুলমালা হয়ে ভেসে যাচ্ছে ,
তাই ,আবছা হলেও কান্না বিষয়ক 
কবিতায় বেশি! 
 
জানালার পর্দাগুলোর পরিত্যক্ত স্পন্দন
অনর্গল ফ্যাকাসে বৃষ্টির বকবক ,শরীর থেকে
ধীরে ধীরে স্পষ্টতা লোপ পাচ্ছে,মিথ্যাচার স্বপ্নের
উদ্বেগ ,তাই আবছা হলেও বিষাদ বিষয়ক
 কবিতায় বেশি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন