গ্যালাক্সির গল্পকথা
এ ভাবে ভাবা যেতে পারে কখনো কখনো-
তোমার চোখ থেকে হঠাৎ সর্বনাশ মুছে গিয়ে  
এখন জলরঙে আঁকা নির্মাণসৌধ জেগে উঠেছে.  
বয়ে  যাওয়া নদী এখনও সেইরকম ধারালো- 
দুপাশে ঝরে যাওয়া পাতার পুরু কার্পেট, 
স্বপ্নগুলোকে বান্ডিলে বেঁধে নেওয়া.
ঘরদোর ছেড়ে একেবারে খোলা প্রান্তরে- 
সাঁজি ভরে যায় ছোট ছোট ফুলে 
প্রবল শোক , মাটি ও খড়ের আয়োজন. 
যা হারাবে বলে এত কাছে এসেছিল- 
সারা রাত কারা যেন জ্বালায় ম্যাজিক লন্ঠন 
পুরোটা নয় খানিকটা যেন তারার সংঘর্ষ. 
গনগনে আগুন পুড়িয়ে দিক রূপের চিত্রগুলো- 
রক্তমাংসের মানুষ আর কাঠের জ্যামিতি, 
পৃথিবীর পথ একটু একটু করে বেঁকে যায়. 
গাছেদের শাখায় সরু নীলাভ  আগুন-
চারিদিকে সময়ের উচুনিচু ঢেউ  তরঙ্গ 
শোনাবে অজানা গ্যালাক্সির গল্পকথা । 
shuvechcha roilo....
উত্তরমুছুনdhonyobad
উত্তরমুছুন