মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অনুপম মুখোপাধ্যায়


দুটি কবিতা


পৃথিবী যত ঝাপসা হয়ে আসে
কাচ কি ততই নরম হতে থাকে
#
কাঁচ ...তোমার থেকে আমি মধ্যযুগের চেয়েও দূরে সরে আছি


কনসোনেন্ট ... কত সতর্ক এক শব্দ !
একটাও স্বরবর্ণ পালিয়ে যেতে পায় না
#
আর্ত  অবধি চুঁইয়ে আসছে ও
#
এবং আআআআআ ...




৫টি মন্তব্য:

  1. পৃথিবীর সবচে আড়ামদায়োক শব্দো

    আহ্‌হ্‌হ্‌হ্‌

    উত্তরমুছুন
  2. কাঁচ ...তোমার থেকে আমি মধ্যযুগের চেয়েও দূরে সরে আছি

    সুন্দর সুন্দর

    উত্তরমুছুন
  3. "কনসোনেন্ট ... কত সতর্ক এক শব্দ !
    একটাও স্বরবর্ণ পালিয়ে যেতে পায় না"

    এরপর স্পেল বাউণ্ড হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

    উত্তরমুছুন