মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অনুপম মুখোপাধ্যায়


দুটি কবিতা


পৃথিবী যত ঝাপসা হয়ে আসে
কাচ কি ততই নরম হতে থাকে
#
কাঁচ ...তোমার থেকে আমি মধ্যযুগের চেয়েও দূরে সরে আছি


কনসোনেন্ট ... কত সতর্ক এক শব্দ !
একটাও স্বরবর্ণ পালিয়ে যেতে পায় না
#
আর্ত  অবধি চুঁইয়ে আসছে ও
#
এবং আআআআআ ...




5 comments:

KRUCIAL বলেছেন...

পৃথিবীর সবচে আড়ামদায়োক শব্দো

আহ্‌হ্‌হ্‌হ্‌

prolay mukherjee বলেছেন...

কাঁচ ...তোমার থেকে আমি মধ্যযুগের চেয়েও দূরে সরে আছি

সুন্দর সুন্দর

ujjiban বলেছেন...

Sundar

Ulka বলেছেন...

"কনসোনেন্ট ... কত সতর্ক এক শব্দ !
একটাও স্বরবর্ণ পালিয়ে যেতে পায় না"

এরপর স্পেল বাউণ্ড হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

ব্লগ সম্পাদনা : তুহিন দাস বলেছেন...

খুব ভালো অনুপম দা।