দশমহাবিদ্যা
কেষ্ট বলে গেছে
শ্রেষ্ঠ কথাগুলি !
বেশ তো শোনো বলি
বিদ-দা ব্রজবুলি
     ১
অগ্নি সুস্বাদু
অগ্নি সুস্বাদু
ভগ্নি তারও চেয়ে
লগ্নি বেড়ে যায়
আখেরে তাকে পেয়ে
     ২
 
বসতি ছারখার
অসতী এসো বুকে
শতটি গ্রাম দেব
বদলে বন্ধুকে
     ৩
 
শিশ্ন রোদ্দুরে 
উষ্ণ চারিদিক
প্রশ্ন করা মন 
প্রত্নতাত্ত্বিক
     ৪
বুদ্ধ হাসে রোজ
যুদ্ধ বারোমাস
রুদ্ধ দলে দলে
ছন্দ কাটে ঘাস
     ৫
 
আর্ত সারা দেশ 
পারতো বেঁচে যেতে
শর্ত একটাই  
আত্ম বেচে খেতে...
     ৬
 
মুক্ত তরবারি
যুক্ত কারবার
ভুক্তভোগী মালা
ছিন্নমস্তার
     ৭
উৎস হারিয়েছি 
সূত্র খুঁজে পেতে
পুত্র হারিয়েছি
ভিন্ন জনমতে
     ৮
কোনটা ঠিক ভুল 
মনটা খুঁজে মরে
কুণ্ঠা কাছে এসে  
কণ্ঠ চেপে ধরে
     ৯
খণ্ড সংঘাত
অণ্ড কোষে কোষে
মুণ্ড কাটা জিভ
ব্যক্তিরস চোষে
     ১০
অস্ত ঠিকই যাবে
মস্ত শুঁড়িখানা
সুস্থ স্বপ্নের 
হাতটা ছাড়ছি না
হালটা ছাড়ছি না






ছন্দে,ছন্দে গভীর চিন্তার আবেশ পেলাম।খুব সুন্দর হয়েছে রাহুল।
উত্তরমুছুনদশমহাবিদ্যার কলানৈপুণ্যে ছন্দের চাঞ্চল্যে যেন দশমহাবিদ্যা শ্মশানমঞ্চে নৃত্যরতা!!! অসাধারণ।
উত্তরমুছুন