ব্যথনবিন্দু 
পৌষের এক নিষিদ্ধ সময় শেষে -
রাত্রির জল ঢেলে দেবো তার পায় ,
শিশিরের মতন বাসনারা লুটোপুটি ঘাসে ;
এক একটা কালপুরুষ হয়ে যাবে নক্ষত্র সকল ।
শতাব্দীর জরায়ু কেটে ক্রন্দন এনেছি ,
রূঢ় রৌদ্রে সাঁতার খেলেছি সূর্যের পিছে পিছে ...
শাশ্বত সান্ত্বনার গোলাপি জামা খুলে দেখি  
সেখানেও দুধে ধোয়া প্রেয়সীর মুখ ।
একটা হরিণী আকাশের বুকে গোধূলি নামিয়ে   
অন্য বিকেল এঁকেছি সন্ধানী চোখের তারায় ...
প্রবাহমান নষ্ট যন্ত্রণায় গড়া সুগন্ধী শরীর ;
অগ্নিময় নারী ভ্রম চন্দ্রমল্লিকায় লীন হই সহসায় ।
হায় যীশু ! 
কোনো এক হলুদ শাড়ির আঁচলে , নারীর চিবুকে - 
কক্ষপথ,  ঘূর্ণন, ক্ষণকাল থেমেছে কী তোমারও ।






অসাধারণ লিখেছিস ভাই
উত্তরমুছুনThanks didi :)
মুছুন