উরান
যখন নিশাচর প্রাণীরাও ,
রাত্রি ছন্দে আচ্ছন্ন ,
তখন  চোখ --
তুমি  দেয়ালে তাকিয়া  কী খুঁজছ ?  
যখন জলের অভাবে সময়,
রক্তস্নান এ ব্যস্ত
তখন তুমি বুক ভিজিয়ে কেন কাঁদছ? 
জীবন বায়োস্কোপের ভিতরের ফাঁকে,
ভবিষ্যতের আতঙ্ক । 
যখন স্বপ্ন উড়তে চাইছে , 
তখন  লাটাই ধরে কেন টানছ ?ঘুড়ি উড়ছে , উড়তে দাও






অসাধারণ একটি কবিতা লিখেছ সৌরভ। আমার খুব ভালো লাগল।
উত্তরমুছুন"যখন স্বপ্ন উড়তে চাইছে ,
তখন লাটাই ধরে কেন টানছ ?
ঘুড়ি উড়ছে , উড়তে দাও"
এভাবেই উড়িয়ে যাও...আর অনেক ভালো থেকো!