ব্যর্থ প্রেমের একটি
২)
অনন্ত সৈকত জানে হারানো সময় স্মৃতি
কিভাবে ধুধু বালিয়াড়ি হয়
তোকে ভালো রাখার সমস্ত বাজারি কৌশল
লিখিত থাকে ধারাবাহিক বিরহ দেয়ালে।
চাঁদ শুকোলেও থাকবে জানি জ্যোৎস্না স্মৃতি
ত্বকে লেগে আছে পালকের দাগ
পুজো পাঠ শেষ হলে কাঠামোটি ঘাট প্রত্যাশী
মৃত বলেই এইসময় অস্থির হয়ে যায় কিছু কিছু রং
পেরেকের ব্যথা চিনে নেয় দেয়ালের ফাটল
টিভির এন্টেনায় একা একা দোল খায় ভোকাট্টা ঘুড়ি
ঠিকানার খাতা জুড়ে বেড়ে ওঠে অবুঝ ক্যাকটাস
অভিযুক্ত তীরগুলো বিষক্রিয়া শুরু করলে -
তোর কাছে কেবল মৃত্যুকামনা বেঁচে থাকবে ।
তোর কাছে কেবল মৃত্যুকামনা বেঁচে থাকবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন