মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

সুতীর্থ মুখার্জী


শপথ

যত গেছি, ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ
চৈত্র দুপুরে নিমেষে হারিয়েছে
বার্ষিকী বৈশাখী শপথ ।

না পাওয়ার কিছু রঙ রাঙিয়ে দিয়েছে সেই পথ,
যে পথে বাহারি সন্ধের ডাক হাতছানি ।
আর কিছু বীজ অবিশ্বাসের, শয়তানি ।
         
জোনাকির আলো নাকি আলেয়ার ডাক
শিথিল পথ চলা ঘুমন্ত পরাগ ।
পথের যত ধুলো,
দু মুঠো চাল অথবা চুলো
কোন সে সঙ্গোপনে
পাশাপাশি শুলো

মুখচোরা অভিমান আঁচল ঢাকা গান,
বিতর্ক লেগে অলি গলি সারা শহরে,
সাজিয়েছে পসরা সে নিয়নের বহরে ।।

হঠাতই বৈশাখী হাতেতে হাত রাখি,
ছুঁয়ে ফেলে দি বহু বছরের পুরনো এক ক্ষত
সেই দুপুরেই নিমেষে হারাল
মায়াবী বৈশাখী শপথ । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন