সুতপার প্রতীক্ষার
বর্ধিষ্ণু রোদ এসে
আমাকে নিয়ে যায়
মাঠের ভিতর ;
এ মাঠের নিচে শুয়ে থাকা পশুদের নিশ্বাস বাজে
তারা নাকি চাঁদের আলোতে রক্তাক্ত হয়
তবে আমার আবার ভয় কি?
ভয় বরং প্রতিবেশিকে ।
এভাবেই তো সভ্যতা বেড়ে ওঠে
এভাবেই সব সংযোগ কেটে গিয়ে
কিছু গোলাপি নাম্বারে সম্পর্ক এসে,ঠেকে
কেউ যাকে বোঝে না তার ক্ষেত্রের হিসেব এখন ইন্টারনেট পাহাড়া দেয়।
আমাকে নিয়ে যায়
মাঠের ভিতর ;
এ মাঠের নিচে শুয়ে থাকা পশুদের নিশ্বাস বাজে
তারা নাকি চাঁদের আলোতে রক্তাক্ত হয়
তবে আমার আবার ভয় কি?
ভয় বরং প্রতিবেশিকে ।
এভাবেই তো সভ্যতা বেড়ে ওঠে
এভাবেই সব সংযোগ কেটে গিয়ে
কিছু গোলাপি নাম্বারে সম্পর্ক এসে,ঠেকে
কেউ যাকে বোঝে না তার ক্ষেত্রের হিসেব এখন ইন্টারনেট পাহাড়া দেয়।
darun laglo
উত্তরমুছুনমনের মতন লেখা, রঙ্গীত ।
উত্তরমুছুনDhonyabad...
মুছুনRangeet
জিও ।
উত্তরমুছুনবেশ লাগল...
উত্তরমুছুনখুব ভালো লাগলো, রঙ্গীত দা!
উত্তরমুছুনKhub bhalo kabita.......
উত্তরমুছুন