শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

ঋপণ আর্য


সাপেক্ষ

তার কোনো প্রমাণ নেই
সুতরাং মিথ্যেটাই সত্যি হল...জোরালো।
জোড়ায় জোড়ায় একই মাপের ভালবাসা,
পার্কটা পারফিউম হয়ে উঠছে...
পারফিউম এলেই পারফিউমসিনেমাটির প্রসঙ্গ আসে,
গন্ধেই ভগবান,
গন্ধের অতীত নৃশংস সুন্দর।

হে সুন্দর, রাতে দুঘন্টার জন্য কারেন্ট থাকে না
বাড়ির সামনের বটতলা থাকে।
অশ্বত্থ গাছ, তবু লোকে বটতলা বলে !
এই অবচেতন মিথ্যা কাউকে কষ্ট দেয় না
তবে গাছের ব্যাপারে মানুষ দিয়ে তুলনা চলে না

৫টি মন্তব্য: