দৃশ্য
এখন এক সকাল
সামান্য আলোর বিপরীতে
স্পষ্টতার আড়াল রাখছি আড়ালের ভাঁজে
দীর্ঘসময় ধরে ডুবছি তোমার কবিতায়
কখনও মাথা তুলে একটু একটু ভাবছি
ঠোঁট বলছে আহা কী ভালো!
সুবহে সাদিক থেকে
ঠেকিয়ে রাখছি আনুষাঙ্গিক এক ঘুর্ণিকে
এখন এক সকাল
সামান্য আলোর বিপরীতে
স্পষ্টতার আড়াল রাখছি আড়ালের ভাঁজে
দীর্ঘসময় ধরে ডুবছি তোমার কবিতায়
কখনও মাথা তুলে একটু একটু ভাবছি
ঠোঁট বলছে আহা কী ভালো!
সুবহে সাদিক থেকে
ঠেকিয়ে রাখছি আনুষাঙ্গিক এক ঘুর্ণিকে
পুরো লেখাটাই এক রকম ঘোর লাগানো... তবে সবচেয়ে ভালো লাগার লাইনটি হলোঃ
উত্তরমুছুন"স্পষ্টতার আড়াল রাখছি আড়ালের ভাঁজে"
অদ্ভুত!
ধন্যবাদ..
মুছুনমন ভরে গেল মেঘ ।
উত্তরমুছুনভালো থাকিস।
মলয়দা
কৃতজ্ঞতা দাদা।
মুছুনkhub sundor kabita!
উত্তরমুছুনমাদকতায় ডুবে গেলাম রে, মেঘ !!!!!!
উত্তরমুছুন