স্বপ্ন চোখে মনদরিয়ায়
প্রতিটি বন্ধুত্বের পাশে বন্ধুতা হোক
রাষ্ট্রনীতি । পতাকার মাঝে রক্তাক্ষর
লিখুক ত্যাগের গীতি।
স্বাধীনতা বলতে মানুষ বুঝুক মানুষ শুধু
শোক বলতে শোক বুঝুক নদীর ব্যথাটুকু
ধর্ম বলতে উচ্চারিত হোক পদ্যগদ্য
ভাষণ বলতে সবাই চিনুক সত্যবাক্য
রাজনীতি হোক ভোরের আলো
সূর্যমন্ত্র
দেশ বলতে মানচিত্র মাখুক
পাখিরগন্ধ
আহা! আহা!
উত্তরমুছুন"দেশ বলতে মানচিত্র মাখুক
পাখিরগন্ধ" - তাই যেন হয় বন্ধু, তাই যেন হয়!!
ভালো লাগল...
উত্তরমুছুনভীষণ ভালো লাগার মত কবিতা । কেন ভালো ল্গা বোঝাতে কবিতাটির একটি মাত্র পংক্তির উদ্ধারই যথেষ্ঠ - "দেশ বলতে মানচিত্র মাখুক পাখীর গন্ধ " । মুগ্ধ শৌনক্ম
উত্তরমুছুনশালা বাবুর কবিতা বলে কথা ! হুঁ হুঁ বাওয়া !
উত্তরমুছুনটাফাটাফি