এখন আমার কোনো অসুখ নেই
১
রাতের গায়ে হেলান দিয়ে
ব্যথা গুনেছি
তারিখের ডাক নাম শুধিয়েছি
হাতে সময় থাকতে থাকতে
স্মৃতির তলপেট থেকে খুঁজে এনেছি
কোনো কোনো রঙে ‘আমি’ লেগে
কষ্ট খুঁড়তে খুঁড়তে স্পর্শ ডেকেছি
প্রকৃতির মতো এক আশ্রয়ে
এইসব একটা একটা করে দিন
অবচেতনে বারবার উচ্চারণ করে গেছে
প্রায়োরিটি প্রায়োরিটি... প্রায়োরিটি...
darun darun suprovat da
উত্তরমুছুন