শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কিশলয় ঠাকুর


বিস্ময়

এই মুহূর্তে বেঁচে থাকা
নেহাতই স্বাভাবিক বলে মনে হচ্ছে।

উত্তেজনাহীন, কিংবা তোমার অপেক্ষা নেই
এমন একটি সময় অতিবাহিত করছি আমি...

অযথাই বাড়ির ছাদে একটি
সংক্ষিপ্ত জীবন কাটাই আর এই
আকাশকে মহাকাশ ভাবতে চাই তারাময় রাতে।

রাত গভীর হলে পিশেমশাইয়ের মৃত্যু
ও বিনুদি’র শোকার্ত পরিবার এসে
কান্না শুরু করতেই আমি আমার চশমার কাঁচ মুছে ফেলি...

ক্রমে স্পষ্ট হয় রাত,
দেখি অন্ধকার হোক বা আলো
আকাশ আমাদের অগোচর হয় না কখনও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন