বিজ্ঞাপনটা জরুরী
গ্রানমা জাহাজটা আর নেই
তাহলে আরেকবার হয়েই উঠতে পারতাম
বিপ্লবী ফিদেল কাস্ত্রো
৩৯ বছর বয়সটা সাংঘাতিক
সংবিধানের একটা বিজ্ঞাপন জরুরী
নতুনটাই বেশী জরুরী
মৃতের চেয়ে বেশী লোভনীয় জীবিত সৈন্য
যেমন প্রয়োজন যুদ্ধ জিতে স্ত্রী-শরীরে উল্লাস
যেমনটা দরকার নিষিদ্ধ প্রেমিকার ,
নিহত যীশুর মুখ দেখে বলো বিপ্লব অবিশ্যম্ভাবী
অথবা নিশ্চিত হোক ভালোবাসা
১৯৪৮ সালের একটা বিজ্ঞাপন জরুরী
কমপক্ষে জরুরী একটা বিজ্ঞপ্তির
দেশটা বেঁচে দেব, টেন্ডার চাই
বিনিময় তুমি
প্রিয়তমা
ভালো লাগলো ।
উত্তরমুছুন