সোমবার, ১ অক্টোবর, ২০১২

শুভেন্দু দেবনাথ

ব্যার্থ প্রেমের কবিতা

আমি বিন্যাস শুরু করি ছলাকলা নীল উদাসীন,
উদ্ভিন্ন যৌবন গাথায় দোল খায় তালপাতার পাখা।
ত্রস্ত শার্টে ঘুম ভাঙা নিয়নের ছিঁটে
গোপন নামেরা হোক আজ আটপেড়ে,
তুই আমি চল সই প্রেম প্রেম মাখি
আর্দ্র চুম্বনে ভিন ছিলিমের কয়েক টান শিশ্ন শীতল
সোহাগ যদি সহ্য না হয় ঠোঁটে জিভ রাখিস না।
ঘাম দিয়ে জ্বর এলে প্লিজ্‌ কপালে রাখিস হাত
দু হাতের তালুতে মুছে নিয়ে যাবতীয় অভিমান
রাত্রির গোপন মলাটে জমুক কান্নার ইতিহাস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন