সোমবার, ১ অক্টোবর, ২০১২

আসিফ আবরার

ধিকধিক আলো জ্বলে ওঠে

ধিকধিক আলো জ্বলে ওঠে

তোর অন্দরে, কোমরেবলনাচ।ঝাড়বাতি।উৎসব।
আমি জানি ওটা পুরুষের চোখ।
তোকে চেটে খায়, নগ্নকরে,
বেশ্যার হালখাতা খুলে বসে বাজারে বাজারে।

ধিকধিক আলো জ্বলে ওঠে
তোর কালো গাউনে অন্ধকার নামে
আধখানা চাঁদের মতো স্তন জ্বলে ওঠে
মদের বোতল ছেড়ে ওরা তাকায়
এর চাইতে সুপুষ্ট বোতল ওরা দেখেনি কখনো।

পুরুষের চোখ দিয়ে আমি পুরুষ চিনেছি
উপভোগের সুর ধরে ওরা সম্ভোগ করে।

রাত হলেই ধিকধিক আলো জ্বলে ওঠে
ওরা তোর আলো নিভিয়ে দিতে অন্ধকার নিয়ে আসে! 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন