সাপটা
 সাপটা ফণা তুলে ঘুরছে 
 বিষটা কোথায় ঢালবে ভাবছে
 ইতস্তত বিক্ষিপ্ত চোখ চারদিক
 ভাবছে কোথায় বা কাকে ঢালবে এই বিষ ?
 চারদিক এখন বিষময় !
 বিষহীন জায়গা কোথায় ?
 খোঁজ চলতে থাকে –
 আসপাশের ছোটো ফণাওয়ালারাও ঘোরে
 বিষহীন জায়গা পায় না
 বিষাদে সে নিজের গায়েই ঢালে বিষ !
অলংকরণ – মেঘ অদিতি
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন