কবিতা
এখন আবার বাঁচতে ইচ্ছে করে...
সময়ের স্রোতে ভেসে গিয়েছি কবেই,
রং চটা চুন খসা স্বপ্নের দেয়ালে,
লেখা ছিল কিছু সময়ের ছাপ।
অ্যালকোহলের টেথিস সাগর পারে
পায়ের ছাপ খুঁজি নীল প্রজাপতির,
পাণ্ডুলিপি ধলো জমে কালো হয়ে যায়
তবু লিখি দেবদাস আমার কবিতায়।
আজ যদি রিং টোনে কথা ভাসে তোমার
এক মুহূর্তে চলে যাই বিকনো সময়ে,
সস্তায় বিক্রি করেছি ভালোবাসা তোমার
এখন আবার বাঁচতে ইচ্ছে করে আমার।
নীল ঠোঁটে চুমু খায় রাস্তার জীব।
অলংকরণ –কৌশিক বিশ্বাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন