বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

সুমী সিকানদার

উড়ুক্কু
সুমী সিকানদার


একটা সময় অনভ্যস্ততায়
ভেস্তে যেত পর্বতারোহন।
অপরিনত চাওয়াতেই ছিল উন্মাতাল উড়ুক্কু।
এখন দিনে রাতে অচেনাই চেনামুখ,
সদা স্রোতোস্বিনী উজানে ভাটায়..
মরচে ধরা রাতে শাহীপানের পিক ফেলে স্ফটিক মেঝেতে।
তাড়াহুড়া ছাড়াই ছড়া সুদ হাঁকে কট্টর নৈপুন্যে পরম প্রাখর্যে।
দূর্দান্ত গোলাপেরা সব বেডসাইড 'ভাস' এ
চোখের সামনেই গাছেদের পরকীয়াতে নদীরা সবুজ
পেছনে হাত ফস্কানো পাহাড়ী পাহাড়...
মাঝখানে বিজ্ঞাপন বিরতী ,''সঙ্গে থাকুন''
সঙ্গেই তো ছিলাম...।!
এতোটা কাল পর আচমকা তোমার মেসেজ।
ইনবক্সে ছিল ডেসার্ট ড্রাইভ।
মাত্র সাতটা দিনে দু'টো যুগ রিওয়াইন্ড হতে না হতেই
খট করে কেটে দিলে পূর্বাপর ,
তাতারা কাটাছেঁড়া বরাবর প্রিয় তোমার। 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন