সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

শ্রীপর্ণা দে-র চিত্রকলা

রাই সিরিজ
চিত্রশিল্পী - শ্রীপর্ণা দে

শ্রীপর্ণা দের রাই সিরিজ সামনে আসার আগে শ্রীপর্ণা কে না জানাটা অন্যায়, প্রথাগত চিত্রশিক্ষা না নিয়েই ১৯৮৬ সালে জন্ম এই প্রকৃত প্রতিভাবান চিত্রশিল্পীর হাতের কাজ যে কোন মাত্রায় যেতে পারে তা রাই সিরিজের ছবিগুলো না দেখলে বোঝা যায় না। ভারতীয় চিত্রকলার প্রথাসিদ্ধ ভঙ্গীতে এগোলেও রঙের ব্যবহারের স্বাতন্ত্রতা শ্রীপর্ণাকে বাকি তরুণ শিল্পীদের থেকে আলাদা করে , মূলত মূলত সোদপুরের এর বাসিন্দা শ্রীপর্ণার ছোট থেকেই আঁকার দিকে ঝোঁক থাকলেও ছবি আঁকার শুরুর জীবনেই প্রথাগত অংকন শিক্ষায় দলছুট শ্রীপর্ণা নিজের মনেই আঁকাআঁকি করতে করতে আবিষ্কার করে তাঁর ভালোলাগা। ইতোমধ্যেই গোর্খী সদন, সিনে ক্লাব, ফ্রেঞ্চ মিউজিয়ামে শ্রীপর্ণার তিনটি এগজিবিশন হয়েছে, নিজের মতো রঙের খেলা চালিয়ে যান ক্যানভাসে , বাড়ির দেওয়ালে, কাগজে, ক্যানভাসে। শ্রীপর্ণার রাই এর বৈশিষ্ট্য এখানে কৃষ্ণের রঙে রাধা উদ্ভাসিত । তিনি কৃষ্ণ বিরহিণী না হয়ে নিলিমায় মিশে যান প্রেমে ।















1 টি মন্তব্য: