প্রান্তিক
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়
ছোটবেলায় আমাদের প্রতিদিনকার ক্রিকেটে
মাঠের চারপাশের দেয়ালগুলো হত বাউন্ডারি
একবার বল লাগলে চার কিংবা আউট ...
দেয়ালগুলো তার ক্ষয়া ক্ষয়া শরীর নিয়ে সীমানা দিত
আমাদের রোজকার টানাটানির সংসারে বাবা যেমন দাঁড়িয়ে...
(শুধু দাঁড়িয়ে থাকা দেখেছি খেয়াল করিনি তার রঙ , ক্ষত)
ওইসব দেয়ালগুলো বল হারাতে দিত না । একবার লাগলেই
নির্বিকার আবার ছুঁড়ে দিত খেলার মাঝে । যেন ওটাই ওর কাজ ।
আমরা নিজের মনে খেলে যেতাম চার কিংবা আউট
আথচ দেয়ালগুলোকে কেউ কোনদিনও ফিল্ডার ভাবিনি ।
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়
ছোটবেলায় আমাদের প্রতিদিনকার ক্রিকেটে
মাঠের চারপাশের দেয়ালগুলো হত বাউন্ডারি
একবার বল লাগলে চার কিংবা আউট ...
দেয়ালগুলো তার ক্ষয়া ক্ষয়া শরীর নিয়ে সীমানা দিত
আমাদের রোজকার টানাটানির সংসারে বাবা যেমন দাঁড়িয়ে...
(শুধু দাঁড়িয়ে থাকা দেখেছি খেয়াল করিনি তার রঙ , ক্ষত)
ওইসব দেয়ালগুলো বল হারাতে দিত না । একবার লাগলেই
নির্বিকার আবার ছুঁড়ে দিত খেলার মাঝে । যেন ওটাই ওর কাজ ।
আমরা নিজের মনে খেলে যেতাম চার কিংবা আউট
আথচ দেয়ালগুলোকে কেউ কোনদিনও ফিল্ডার ভাবিনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন