অর্বাচীন কবিতা
প্রীতম ভট্টাচার্য্য
১
এবার যুদ্ধের দিন শেষ হলো । কুঁড়েটির পাশে
সকাল নটার রোদ ঋষি বালকের মতো এসে দাঁড়িয়েছে
ওকে দাও খুদ ভিক্ষা
ওকে দাও ফসলের খিন্ন শোক গান যেন
সাদা পায়রার রক্ত হাতে মেখে পুররমণীরা
আর সামনে না আসে ।
২
আবার উৎসব, গান, ফসলের বাণবিদ্ধ হাসি
খরুর শরীর জুড়ে দাক্ষা ও লবণ ভেসে যায়
যত রক্তপাত হয়
ধাতুর নারীর দিকে মানুষের শ্লোক আর বাচ্চাস্ফোটকগুলি
তত অর্থবহ হয়ে ওঠে
দ্রুত শেষ হয়ে আসে
পাতার আগুন ঘিরে যৌথনাচ, স্নান।
প্রীতম ভট্টাচার্য্য
১
এবার যুদ্ধের দিন শেষ হলো । কুঁড়েটির পাশে
সকাল নটার রোদ ঋষি বালকের মতো এসে দাঁড়িয়েছে
ওকে দাও খুদ ভিক্ষা
ওকে দাও ফসলের খিন্ন শোক গান যেন
সাদা পায়রার রক্ত হাতে মেখে পুররমণীরা
আর সামনে না আসে ।
২
আবার উৎসব, গান, ফসলের বাণবিদ্ধ হাসি
খরুর শরীর জুড়ে দাক্ষা ও লবণ ভেসে যায়
যত রক্তপাত হয়
ধাতুর নারীর দিকে মানুষের শ্লোক আর বাচ্চাস্ফোটকগুলি
তত অর্থবহ হয়ে ওঠে
দ্রুত শেষ হয়ে আসে
পাতার আগুন ঘিরে যৌথনাচ, স্নান।
khub bhalo likhechho , dada
উত্তরমুছুন2nd ta khub valo laglo.
উত্তরমুছুন