বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

ছড়া - অলকেশ দত্তরায়

ডুমস-ডেঅলকেশ দত্তরায়


সাপ্তাহিকীর গতিবিধি                চলমান দু হাজার বারো,

রাষ্ট্রনীতির দাদাদিদি                প্যাঁচা মুখে হাসি নেই কারো;

ব্যাকগ্রাউন্ড আর ফুটনোট          - মায়ান সভ্যতার শেষে

ক্যালেন্ডারের বারকোড বলেছে    ডিসেম্বর মাসে

একুশ তারিখ এলে পরে             ডুমস্ ডে-তে শেষের সেদিন-

পৃথিবী-টৃথিবী দুম করে              ব্ল্যাক হোলে হবেই বিলীন...

প্যারানর্মাল অ্যাকশান                অ্যাবনর্মাল হয়ে যাবে,

চান্স-টান্স লাভ-লোকশান             সব খেলা সাঙ্গ এ ভবে;

নন্দলালের কথাটাই                   ফলো করা যাক এইবার

শুয়ে বেঁচে-বত্তিয়ে তাই               কোনোমতে জীবন কাবার ।



এই সব ভাট বকাবকি শুণে          কবি হাসলেন খ্যাঁক

বললেন-কাকে কাটাকুটি কার        টুঁটি কে ধরবে ঘ্যাঁক!

পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে    এটা ঠিক কথা,

তবু এইভাবে আপশোষ স্যাড ফেস নিয়ে করা বৃথা ।

মায়ান প্রেডিকশন আজ                সত্যিই যদি হয় ঠিক

তবে শেষ করে ফেল কাজ            যত আছে এদিক ওদিক-

প্রতিদিন নতুন সকাল                  নিয়ে আসে নতুন প্রমিস

ভবিষ্যতের দিনকাল                   বর্তমানেই ডিসমিস

পাস্টটেন্স হয়ে যাবে মায়া              দু হাজারী মাস পোয়াবারো

একুশে তারিখও হবে হাওয়া          এসে গেলে দুহাজার তেরো ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন