বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - কৌশিক বিশ্বাস

ক্রাচ
কৌশিক বিশ্বাস

নিষিদ্ধ শব্দের জেগে ওঠার সঙ্গে সঙ্গে
খসে পড়ে মৃত্যুর , ঝিঁঝিঁ ও
পতঙ্গের মৃদু খস খস ...

দিনের আলোয় তাদের বুদবুদ জীবন

একই পুনরাবৃত্তি
ঘুরপাক খাওয়া অহংকার আর ভাবনারা
বাইরের দেওয়ালে বৃত্তাকার ।

কলমের প্রান্তে গুটিয়ে রাখা শূন্যগর্ভে
একটি ক্রাচহীন কবিতার নিহিত স্বরলিপির মতো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন