ধ্বংশের দিকে তাকিয়ে
কেয়া সরকার
ধ্বংশের কিনারে এসে দেখলাম ,
তুমি আমার চোখে খুঁজছ ভালোবাসা ,
খুঁজছ অতীতের নিভে যাওয়া আসা,
হয়তো তোমার পাষাণ সমান
হৃদয়ে আছরে পরে,
খান খান হয়ে ভেঙ্গে গিয়েছে।
হয়তো অশ্রুজলে সিক্ত হয়ে
লেখা গুলো তার গিয়েছে ম্লান হয়ে।
ধ্বংসের কিনারে এসে বুঝলাম ,
ভালোবাসা চিরন্তন ও শাশ্বত হয়ে
জ্বলজ্বল করছে ,
ধ্ব্রুবতারাই মাঝে,
হয়তোবা ফুটে আছে,
পবিত্র হয়ে,
নব প্রভাতেরই ফুলেদেরই সাথে।
হয়তো বা অনন্তকাল ধরে
বয়ে চলেছে
স্রোতস্বিনী প্রতিটি তরঙ্গে তরঙ্গে।
কেয়া সরকার
ধ্বংশের কিনারে এসে দেখলাম ,
তুমি আমার চোখে খুঁজছ ভালোবাসা ,
খুঁজছ অতীতের নিভে যাওয়া আসা,
হয়তো তোমার পাষাণ সমান
হৃদয়ে আছরে পরে,
খান খান হয়ে ভেঙ্গে গিয়েছে।
হয়তো অশ্রুজলে সিক্ত হয়ে
লেখা গুলো তার গিয়েছে ম্লান হয়ে।
ধ্বংসের কিনারে এসে বুঝলাম ,
ভালোবাসা চিরন্তন ও শাশ্বত হয়ে
জ্বলজ্বল করছে ,
ধ্ব্রুবতারাই মাঝে,
হয়তোবা ফুটে আছে,
পবিত্র হয়ে,
নব প্রভাতেরই ফুলেদেরই সাথে।
হয়তো বা অনন্তকাল ধরে
বয়ে চলেছে
স্রোতস্বিনী প্রতিটি তরঙ্গে তরঙ্গে।
ক্ষেপচুরিয়ান ওয়েবজিন একটা মান স্পর্শ করেছে । সেখানে এইরকম বানান ভুল একটা ভালো কবিতাকে নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট । আর এটা ওয়েবজিনের পক্ষেও সুখদায়ক নয় ।
উত্তরমুছুন“ধ্বংস” বানানটা দুরকম হয়েছে । শিরোনাম “ ধ্বংশ” অত্যন্ত বেদনা দায়ক । ধ্রুবতারা, আছড়ে পড়া- হবে ।
আজকাল বাংলা টাইপ অনেকেই আয়ত্ব করতে পারেন নি !
দয়া করে সম্পাদক মণ্ডলী নজর দিন ।
কবিতা ঠিকই আছে ।
ASALE BANGLA TYPE-TA RAPTA HOCHHE NAA..
উত্তরমুছুনধন্যবাদ। এর আগের কবিতাই আমার প্রথম প্রকাশিত কবিতা সেখানে প্রশংসা পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে।
উত্তরমুছুনএবার ভুল ধরা হয়েছে। নিজেকে শুধরে নেবার চেষ্টা করবো। সঙ্গে থাকুন।