শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - পিনাকী সেন

অবগাহন
পিনাকী সেন

সবুজ সুন্দরী
সচেতনতায় গাঢ় হয়ে
যখন সে দাঁড়ায় আকাশ ফুঁড়ে
লাল সাদা নীল বাহারি হরেক চাউনি
সে দীর্ঘাঙ্গী
নৃত্যের সব ভঙ্গিমা তার জানা
ডালে পাতায় মোহন মুদ্রায়
রন্ধ্রে রন্ধ্রে ছবি সে আঁকে
যথার্থই নিখুঁত রঙে
আমি পথিক
চলার পথে দেখা হলে থমকে দাঁড়াই
মুগ্ধ চোখে আহা বলি
তাতে কি
তাতে কি আর তার মন ওঠে
সে যে সুন্দরী
সত্যিকারের সত্যি শুনতে চায় সে
সত্যিকারের সত্যি কেউ কখনো দেখেছে কি
আকাশ বলে
যে যা বলে সবই তো শোনা কথা
তাই শুনে মন ভোলাচ্ছি
রঙ রাঙাচ্ছি বুকে
কেন ওই যে তোমার নদী
সকাল সন্ধ্যে দেখছ নিজের ছবিই
ও নাকি সব জানে, সব সনাতনী কথা
ওর ফাঁদে পা দিসনি যেন
যেটুকু রঙ সত্যি সত্যি
তোর ঘুঙুরে বাঁধা
তাও মিশে যাবে অবগাহনে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন