শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - সুমিত রঞ্জন দাস


অ্যাক্সিডেন্ট
সুমিত রঞ্জন দাস


ছিঁড়ে গেল জীবনের জাল -
ফুটফুটে জোৎস্নায় বিস্ফারিত
একা
মধ্যবয়স্কা
পিষে যাওয়া পাথুরে শরীর ...

আকাশে হিমে শিশিরের কান্না
রাস্তার ক্যানভাসে রক্তের প্রলেপ
নিস্তব্ধ নিথর চোখের ভাষায়
স্তম্ভিত স্থাপত্যের
বৃথা অঙ্গীকার;

এ পৃথিবী সব ভুলে যাবে
ধুয়ে যাবে
রাস্তার হাহাকার
মুছে যাবে টায়ারে লাগা আঁচড়ানো ক্ষত,

হিজল কাঠের চিতায় জ্বলবে সন্দেহ
বাঁকা চোখে লিখে যাবে কাগজের রিপোর্টার,
শুধু শিষ্টতার প্রশ্ন ঢাকতে
সামনের চাকাদুটো -
একবার ধুয়ে নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন