অত কথায় কাজ কি?
ইন্দ্রনীল চক্রবর্তী
একবার ইশ্বর আসে,
আরেকবার যায়।
ক্ষণজন্মা শরীর তার
হিসেব নিকেশ বুঝে নেয়।
আমি চান করে,
পাত পেড়ে, ভাত খেতে বসব,
হাওয়া কর, হাওয়া কর আমায়।
অত কথায় কাজ কি?
এমনি এসেছিল একদিন,
সমাজ বাদ আর মানুষ।
আমিও মেনেছি যে
তারাও ঈশ্বর।
আমি সকাল নটায়,
ব্যাগ ঝুলিয়ে, অপিস যাব
খেতে দাও, খেতে দাও আমায়।
অত কথায় কাজ কি?
আরও এসেছিল সুবাস,
বন্ধ ঘরের ভিতর থেকে।
আমি জেনেছি যে তারাও জীবন,
পাপ, পুন্যে, ভরা শরীর।
আমি ক্লান্ত শরীর,
বিছানায় ফেলে, শুতে যাব,
শুতে দাও, শুতে দাও আমায়।
অত কথায় কাজ কি?
ইন্দ্রনীল চক্রবর্তী
একবার ইশ্বর আসে,
আরেকবার যায়।
ক্ষণজন্মা শরীর তার
হিসেব নিকেশ বুঝে নেয়।
আমি চান করে,
পাত পেড়ে, ভাত খেতে বসব,
হাওয়া কর, হাওয়া কর আমায়।
অত কথায় কাজ কি?
এমনি এসেছিল একদিন,
সমাজ বাদ আর মানুষ।
আমিও মেনেছি যে
তারাও ঈশ্বর।
আমি সকাল নটায়,
ব্যাগ ঝুলিয়ে, অপিস যাব
খেতে দাও, খেতে দাও আমায়।
অত কথায় কাজ কি?
আরও এসেছিল সুবাস,
বন্ধ ঘরের ভিতর থেকে।
আমি জেনেছি যে তারাও জীবন,
পাপ, পুন্যে, ভরা শরীর।
আমি ক্লান্ত শরীর,
বিছানায় ফেলে, শুতে যাব,
শুতে দাও, শুতে দাও আমায়।
অত কথায় কাজ কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন