বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - পার্থ প্রতিম রায়

যাপনের তুমিগুলো
পার্থ প্রতিম রায়

এক

জোড়াতালি কুয়াশা, চারপাশ ঝাপসা বোনা
ফোঁটার যাপিত মলাটে মাটির সোঁদা
ঠোঁট বিলানো ফেরা ঘাট, নিভে গেছে একটানা সিঁড়ি
অস্থায়ী ধোঁয়ার প্রলাপে ডুবে গেছে যাপনের তুমি
জোনাকির জৌলসে মিটমিটে তারা
বিছানাতে স্বচ্ছ শরীর, তাতে গন্ধের সরুগলি
এহেন আকাশে শিকল তুলে দেয় একপশলা চাঁদনি...

দুই

উপেক্ষার ভাব নিতে নিতে
রাস্তার সথে পায়ের সহবাস
পাতা ভাপানো পরিযায়ী যাপনের তুমিতে
হটাৎগুলো গল্প হয়ে যায়
ব্লাকাউট বোঝা ছিমছাম !
কৌশল গড়িয়ে যাওয়া জামাটায়
মুহূর্তের মিথে অবিকল আমিগুলো
মোড়া হয়ে গেলো ঠোঁটের মগডালে...

তিন

সরুগলি, মিটমিটে মেঘলার দেশ
নিরিবিলি মন খারাপে ভিড় জমালো বৃষ্টির দুফোঁটা
চোখের তছনছ তুলে রাখে নিশানের খোঁজ
সম্পর্কের মাত্রাবোধ পিছনে ফেলি হাওয়ার পোস্টারে
মুখোমুখি বোনা ছাদ !
ঘরোয়া গানের মাখামাখি দিলো তোমার হাতছানি ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন