তবুও আশা
ফ্যাকাশে ফ্যাকাশে রাত্রি
অনন্যা দেব
ফ্যাকাশে ফ্যাকাশে রাত্রি
আর ফ্যাকাশে দিন,
সময়ের চোখ রাঙানিতে
শুধু উঠি আর বসি,
কথা বলতে ইচ্ছে হয়, কাছে আসি,
আবার এক দমকা হাওয়া
সরিয়ে দেয় দূরে আর দূরে।
অন্তহীন প্রতীক্ষা সুখের আসার,
উৎকণ্ঠ হৃদয়ের অসংখ্য দিন গোনা,
চোখের জলে বুকের আগুন নেভে না তো,
শুধু সুখের প্রতীক্ষায়, জীবন বয়ে যায়,
অবসন্ন মনের অবসন্ন দিন রাত্রি ,
ইচ্ছে গুলো স্বপ্ন দেখতে চায়,
আর তাদেরই গলা টেপে আততায়ী,
খুন হয়ে স্বপ্ন আমাদের দুনিয়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন