ডেস্টিনি
অতীন্দ্রিয় চক্রবর্তী
মসৃণ শৃঙ্গার ভালো
ভালো চারুচিৎ
চতুর মখমল ঢাকা
চম্পা চামেলী -
সেই সবচেয়ে ভালো
গেলাশ ভরা বিলাস খাবো
বগলবাহার, বেগমবালিশ
গোলাপবালার কাছেই যাবো
আরো কাছে যাবো
গিয়ে গপ করে খেয়ে নেবো
মজাদার পপকর্ণ মায়াহীন চলে
বন থেকে বনে চলে চলিত চপোলা
চটুল ছটায় মজে
লোলুপ নাগর কিছু প্রিয় লালসায়
বাউল বিশিষ্ট বীর
মন বলে দোলদোল
বলদ হেঁটে চলে নির্বিকার
ভালোবাসা মরে গেছে
ধেনুপাল ম্রিয়মান চরে মাঠেঘাটে
দেহর ছন্দ শোনে ওই মার্তণ্ড অবিরাম
মুনাফা ও মর্কটে মিলমিশ হলে
লাল টিপ ইরোটিক সূর্যাস্ত
ঢেকে দেয় এই দেহ এই নশ্বর
সবাই কাঁদে
কাঁদিস না ও গৌরাঙ্গ,
কাঁদিস নে রে নেতাই
হারাবার পারাবার কি ভীষন ভালোবাসা
গোরিলার ভাল্ভা ধরে দানবের ডানপাশে ঝোলে
ডাণ্ডা মারে অপদার্থ বিন্যাস ব্যবস্থা
ব্যাপক ছড়া এ মহোজোনিতো সংক্রমণ
শঙ্কা হরণ করে শম্ভু শংকর।
জয় বলো সবে জয় জয় বলো
কানন কুসুমে ওই অলি আসে উড়ি
উড়ি উড়ি বসি যায় দেহের জন্মান্তরে
প্রিয় অংশ – কষা মাংস
অতীন্দ্রিয় চক্রবর্তী
মসৃণ শৃঙ্গার ভালো
ভালো চারুচিৎ
চতুর মখমল ঢাকা
চম্পা চামেলী -
সেই সবচেয়ে ভালো
গেলাশ ভরা বিলাস খাবো
বগলবাহার, বেগমবালিশ
গোলাপবালার কাছেই যাবো
আরো কাছে যাবো
গিয়ে গপ করে খেয়ে নেবো
মজাদার পপকর্ণ মায়াহীন চলে
বন থেকে বনে চলে চলিত চপোলা
চটুল ছটায় মজে
লোলুপ নাগর কিছু প্রিয় লালসায়
বাউল বিশিষ্ট বীর
মন বলে দোলদোল
বলদ হেঁটে চলে নির্বিকার
ভালোবাসা মরে গেছে
ধেনুপাল ম্রিয়মান চরে মাঠেঘাটে
দেহর ছন্দ শোনে ওই মার্তণ্ড অবিরাম
মুনাফা ও মর্কটে মিলমিশ হলে
লাল টিপ ইরোটিক সূর্যাস্ত
ঢেকে দেয় এই দেহ এই নশ্বর
সবাই কাঁদে
কাঁদিস না ও গৌরাঙ্গ,
কাঁদিস নে রে নেতাই
হারাবার পারাবার কি ভীষন ভালোবাসা
গোরিলার ভাল্ভা ধরে দানবের ডানপাশে ঝোলে
ডাণ্ডা মারে অপদার্থ বিন্যাস ব্যবস্থা
ব্যাপক ছড়া এ মহোজোনিতো সংক্রমণ
শঙ্কা হরণ করে শম্ভু শংকর।
জয় বলো সবে জয় জয় বলো
কানন কুসুমে ওই অলি আসে উড়ি
উড়ি উড়ি বসি যায় দেহের জন্মান্তরে
প্রিয় অংশ – কষা মাংস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন