বসুন্ধরা,সে কি তুমি জানো
অনুপ দত্ত
আমার পৃথিবী ---
ভাবি যাবো তোমার কাছে একদিন
রোজ শরীর আমার ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে ঢেকে যায়
একদিন সমর্পন হয় না কোনদিন
কি বিষাদ …কি অক্ষমতা..সে কি তুমি জানো !
আমার পৃথিবী ---
মনের ভেতরে ওড়াওড়ি করে অর্শ্বমেধ যজ্ঞ আহুতি
তোমাকে ছুঁয়ে এসে ভাবি ,না থাক
এই তো পাওয়া গেছে পবিত্র ধোঁয়া যজ্ঞের প্রস্তুতি ঘী জ্বলা পবিত্র শরীর
চেনা লাগে মানসী স্তনের জলভরা ঘ্রান ৷ বসুন্ধরা, সে কি তুমি জানো !
আমার পৃথিবী ---
শালিগ্রাম ছেড়ে বনজঙ্গল টুকু হেঁটে যেতে চাই
পেছনে তাকাতেই দেখি একরাশ ধুলো অতীত ঝাপছা করে দেয়
ভাবি ইতিহাস ভেঙ্গে অনাদি জ্যোত্স্না যে পৃথিবী রচনা করতে চেয়েছিল
সে বিবশ স্বপ্ন বিভুষিত এক বেনজীর উপখ্যান ৷সে কি তুমি জানো !
আমার পৃথিবী ---
ভাবি যাবো তোমার কাছে একদিন
রোজ শরীর আমার ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে ঢেকে যায়
একদিন সমর্পন হয় না কোনদিন
কি বিষাদ …কি অক্ষমতা..সে কি তুমি জানো !
আমার পৃথিবী ---
মনের ভেতরে ওড়াওড়ি করে অর্শ্বমেধ যজ্ঞ আহুতি
তোমাকে ছুঁয়ে এসে ভাবি ,না থাক
এই তো পাওয়া গেছে পবিত্র ধোঁয়া যজ্ঞের প্রস্তুতি ঘী জ্বলা পবিত্র শরীর
চেনা লাগে মানসী স্তনের জলভরা ঘ্রান ৷ বসুন্ধরা, সে কি তুমি জানো !
আমার পৃথিবী ---
শালিগ্রাম ছেড়ে বনজঙ্গল টুকু হেঁটে যেতে চাই
পেছনে তাকাতেই দেখি একরাশ ধুলো অতীত ঝাপছা করে দেয়
ভাবি ইতিহাস ভেঙ্গে অনাদি জ্যোত্স্না যে পৃথিবী রচনা করতে চেয়েছিল
সে বিবশ স্বপ্ন বিভুষিত এক বেনজীর উপখ্যান ৷সে কি তুমি জানো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন