শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

কবিতা-সৈকত ঘোষ

ঘুমন্ত পৃথিবীর রেপ্লিকা ৩সৈকত ঘোষ


তোর বুকে হাত রাখলে
শরীরের কক্ষপথ প্রায় সাড়ে উনিশ ডিগ্রি সরে যায়

ইদানিং তেষ্টা পেলে আমি বাথরুমে যাই
আমার হা এর ভেতর
তেত্রিশ কোটি নদী ...

নদীও শুকিয়ে যায়
তোর নাতিশীতোষ্ণ নাভি
অনেক জলবায়ু বদলের সাক্ষী|

২টি মন্তব্য: