মন্দকাল রত্নদীপা দে ঘোষ
আকাশের মাপ ছেঁড়া ব্লাউসের হাতা
বৃন্তটি সাজানোর সময় হাল্কা বাদামি সূর্যের ন্যায়
সবাই ভাবছে তোমার অসাবধানতা
পাড় বুঝেছে পয়ারের উপায়হীনতা
হাফ অ্যান্ড হাফ হেমন্ত
পরব হতে ব্রেসিয়ারের ঢেউ
আগুনটি গজানোর তুষ উদ্বিগ্ন কাণ্ডমুখ
আমিও ফাঁকা হয়ে যাচ্ছি তোমার ভ্যানিটি-ব্যাগে
স্নায়ু সামলানো সিগারকে ডেকে বলি সন্তকথা
ধোঁয়ার ফিশারিজ যখন তুমি হয়ে যাও ...
আকাশের মাপ ছেঁড়া ব্লাউসের হাতা
বৃন্তটি সাজানোর সময় হাল্কা বাদামি সূর্যের ন্যায়
সবাই ভাবছে তোমার অসাবধানতা
পাড় বুঝেছে পয়ারের উপায়হীনতা
হাফ অ্যান্ড হাফ হেমন্ত
পরব হতে ব্রেসিয়ারের ঢেউ
আগুনটি গজানোর তুষ উদ্বিগ্ন কাণ্ডমুখ
আমিও ফাঁকা হয়ে যাচ্ছি তোমার ভ্যানিটি-ব্যাগে
স্নায়ু সামলানো সিগারকে ডেকে বলি সন্তকথা
ধোঁয়ার ফিশারিজ যখন তুমি হয়ে যাও ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন